Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

 

সোনিয়া শফি

ইমেইল ঠিকানা

ছবি

Designation

মহিলা বিষয়ক কর্মকর্তা

মোবাইল নাম্বার

০১৭১১২৭১০৩১

টেলিফোন

নাই

বৈবাহিক অবস্থা

বিবাহিত

স্থায়ী ঠিকানা

কুমিল্লা

নিজ জেলা

কুমিল্লা

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

এমএসসি/এমএ/এমকম/এমএসএস/এমবিএ/এমএড/সমমান

নির্বাচনী এলাকার নাম

কুমিল্লা
দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।

১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর   ১জন।

দপ্তর প্রধানের পদবীঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

কার্যক্রমঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে(সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালনপ্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রকল্পসমূহ

১। ভিজিডি কর্মসূচী :

২। মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী : 

৩।মাহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ কর্মসূচী : এই কর্মসূচীর আওতায় অত্র লাকসাম উপজেলায় ঘূর্ণায়মান তহবিল থেকে  দু:স্থ, অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

৪। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি :