০১-১২-২০১৪ইংরেজী সনের মাসিক সভার কার্য বিবরণীঃ
প্রস্তাবাবলি | ক্রঃ নং | সভ্যগণের নাম | পদবী | স্বাক্ষর |
১। বিগত সভার কার্য বিবরণী অনুমোদন | ০১ | জনাব পেয়ারম্নল হক চৌধুরী | চেয়ারম্যান | স্বাক্ষরিত |
২। ভিজিডি তালিকা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত | ০২ | খালেদা ইয়াছমীন | ইউপি সদস্যা-১,২,৩ | স্বাক্ষরিত |
৩। পঙ্গু ভাতার তালিকা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত | ০৩ | বেবী চৌধুরী | ইউপি সদস্যা-৪,৫,৬ | স্বাক্ষরিত |
৪। টি.আর কাবিখা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত। | ০৪ | সুফিয়া আকতার | ইউপি সদস্যা-৭,৮,৯ | স্বাক্ষরিত |
৫। মৃতকালীন ভাতা নিয়ে আলোচনা | ০৫ | শেখ মোঃ শাহনেওয়াজ আকতার | ইউপি সদস্য-১নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
৬। ৪০ দিনের কর্মসূচীর আওতায় প্রকল্প গ্রহণ | ০৬ | মদন পাল | ইউপি সদস্য-২নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ০৭ | মাহমুদ আলম চৌধুরী (সাদী) | ইউপি সদস্য-৩নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ০৮ | শেখ মোহাম্মদ মোহসীন | ইউপি সদস্য-৪নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ০৯ | মোহাম্মদ মুছা | ইউপি সদস্য-৫নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ১০ | আহম্মদ ছৈয়দ | ইউপি সদস্য-৬নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ১১ | ফরিদ আহম্মদ তালুকদার | ইউপি সদস্য-৭নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ১২ | সৈয়দ মোঃ আবুল মনসুর | ইউপি সদস্য-৮নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ১৩ | মোহাম্মদ ফজলুল কবির | ইউপি সদস্য-৯নং ওয়ার্ড | স্বাক্ষরিত |
| ১৫ | শামশুল ইসলাম | এনজিও প্রতিনিধি | স্বাক্ষরিত |
| ১৬ | সোমা বড়ুয়া | শিক্ষক, মধ্য বেতাগী সরকারী প্রাথমিক বিদ্যালয় | স্বাক্ষরিত |
| ১৭ | শামশুল আলম | মুক্তিযোদ্ধা | স্বাক্ষরিত |
| ১৮ | অঞ্জলী রাণী চৌধুরী | পরিবার কল্যাণ সহকারী | স্বাক্ষরিত |
| ১৯ | জয়বন বেগম | বিগত সময়ের উপকার ভোগী | স্বাক্ষরিত |
| ২০ | হাসিনা বেগম | বিগত সময়ের উপকার ভোগী | স্বাক্ষরিত |
| ২১ | সৈয়দ ফজলুল করিম | প্রাক্তন চেয়ারম্যান | স্বাক্ষরিত |
| ২২ | মোহাম্মদ ওবা্য়দুল আকবর | সদস্য সচিব, ইউপি | স্বাক্ষরিত |
| ২৩ | হাফেজ আনোয়ারুল ইসলাম | গণ্যমান্য ব্যক্তি | স্বাক্ষরিত |
| ২৪ | মোহাম্মদ মামুন | উদ্যোক্তা | স্বাক্ষরিত |
অদ্যকার সভায় সভাপতি জনাব পেয়ারুল হক চৌধুরী এর সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হয়।
১। বিগত সভার কার্য বিবরণী পাঠ করা হয় এবং সর্ব সম্মতিতে অনুমোদিত হয়।
২। প্রস্তাব:- আগামী ২০১৫ ও ২০১৬ এই দুই বৎসর এর জন্য ভিজিডি কার্ড বিতরণের লক্ষে বিগত ২মাস যাবৎ সমগ্র ইউনিয়নে ক্ষুদ্র তালিকা প্রস্তুত পূর্বক প্রকৃত বাছাই করে বরাদ্দকৃত ৫০ জনের নামের তালিকা চুড়ান্ত করিবার জন্য সভার সভাপতি মহোদয় উপস্থিত সভাগণ কে অনুরোধ করেন।
সিদ্ধান্তঃসভার সভ্যগণ ব্যাপক আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে ক্ষুদ্র তালিকা হইতে ব্যাপক যাচাই পূর্বক প্রাপক এর ৫০ (পঞ্চাশ) জনের নাম এর তালিকা চুড়ান্ত করে সভাপতি মহোদয়কে জমা দেওয়া পূর্বক উপজেলার প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
৩। প্রস্তাব: সভার সভাপতি মহোদয় উপস্থিত সভ্যগণকে অবহিত করেন যে, সমাজ সেবা অধিদপ্তর রাঙ্গুনিয়া উপজেলা থেকে ১৩ (তের) জনের পঙ্গু ভাতার তালিকা প্রেরণের জন্য বলেন।
সিদ্ধান্ত:উপস্থিথ সভ্যগণ প্রায় ২৭ জনের নামের তালিকার মধ্যে বরাদ্ধকৃত ১৩ (তের) জনের নামের তালিকা বাছাই করে এবং সেই বিষয়ে আলোচনা পূর্বক অনুমোদনের জন্য উপজেলায় প্রেরণে সভাপতি মহোদয়কে সর্ব সম্মতিক্রমে অনুরোধ করেন।
৪। ২০১৪-১৫ অর্থ বৎসরের ১ম পর্যায়ে ৫টন টি.আর ও ৮টন কাবিখা বরাদ্দ পাওয়া গিয়াছে মর্মে সভার সভাপতি মহোদয় সভাকে অবহিত করেন।
সিদ্ধান্তঃ ব্যাপক আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত নামে বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১। গোলাম আলী চৌধুরী জামে মসজিদ, ৪নং ওয়ার্ড --- ২ টন।
২। পশ্চিম বেতাগী জ্বলাকুমারী মায়ের মন্দির, ১নং ওয়ার্ড --- ১ টন।
৩। উত্তর বেতাগী জ্বলাকুমারী মায়ের মন্দির, ২নং ওয়ার্ড --- ১ টন।
৪। হাজী আবুল বশর সড়ক সংস্কার, ৭নং ওয়ার্ড --- ১ টন।
কাবিখা: গুনগুনিয়া বেতাগী গোলজারে মদিনা সড়কে এইচ বিবি দ্বারা উন্নয়ন, ৯নং ওয়ার্ড – ৮টন।
৫। সভার সভাপতি মহোদয় বরাদ্দকৃত ২৮ (আটাশ) জনের মাতৃকালীন ভাতা অনুমোদনের জন্য অনুরোধ করিলে উপস্থিত সভার সভ্যগণ ব্যাপক আলোচনান্তে ২৮ জনের মাতৃকালীন ভাতার নামের তালিকা চুড়ান্ত পূর্বক সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।
০৬। ২০১৪-১৫ অর্থ বছরের ১ম পর্যায়ে অতি দরিদ্রের জন্য কর্ম সংস্থান কর্মসূচীর আওতায় (৪০ দিনের কমসূচী০ ৭৮ জনের নিয়োগ করে প্রকল্প চুড়ান্তের জন্য সভাপতি মহোদয় বলিলে উপস্থিত সভাগণ ব্যাপক আলোচনান্তে নিম্নলিখিত প্রকল্প বাস্তবায়নের জন্য সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রকল্প গুলিঃ ১। উত্তর বেতাগী বিপিন বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও রাস্তা পর্যন্ত মাটি ভরাট কাজ, ২নং ওয়ার্ড।
২। আব্দুল নবী তালুকদার সড়কে মাটি ভরাট কাজ, ৭নং ওয়ার্ড।
৩।রজনী সড়কে মাটি ভরাট কাজ, ৯নং ওয়ার্ড।
০৭। সভাপতি মহোদয় উপজেলা উন্নয়ন তহবিল হইতে প্রাপ্ত বরাদ্ধের তালিকা নির্ণয় করে প্রকল্প বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়ার কথা বলিলে উপস্থিত সভার সভ্যগণ ব্যাপক আলোচনান্তে ৮ (আট) টি প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলায় প্রেরণের জন্য সভাপতি মহোদয় কে অনুরোধ ও সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আর কোন আলোচ্য সূচী না থাকায় সভাপতি মহোদয় উপস্থিথ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস