শিরোনাম
বেতাগী চম্পাতলী কবরস্থান
ইতিহাস
<p>বেতাগী গ্রামের অধিকাংশ মানুষের দাফন কার্য এই চম্পাতলী কবরস্থানে সম্পন্ন করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এই পবিত্র কবরস্থান বিস্তৃত। ইউনিয়নের ধনী গরীব সকলের জন্য উন্মুক্ত এই কবরস্থানটির সৌন্দর্য বৃদ্ধির জন্য কবরস্থানের চারিদিকে অসংখ্য গাছ লাগানো হয়েছে। যার দরুন কবরস্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক ভাবে কবরস্থানের কমিটি লাভবান হচ্ছে। যার দ্বারা পরবর্তীতে আরও অন্যান্য উন্নয়ন মূলক কার্যক্রম চালানো যাচ্ছে। </p>