Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভূমি অফিস.

বর্তমানে বেতাগী ইউনিয়নে কোন ভূমি অফিস নেই। তবে ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম উপজেলা পর্যায়ে হয়ে থাকে। ভূমি সংক্রান্ত বিষয়াদির ক্ষেত্রে ভূমি অফিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

কিভাবে পাবেন 

১। নামজারী, জমাভাগ, জমা একত্রকরণ, জমা খারিজ সহ রেকর্ড হালনাগাদ করন

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে

২। ভূমি উন্নয়ন কর আদায়

সরাসরি রায়তীর কাছ থেকে দাখিলার মাধ্যমে

৩। খাস জমি রক্ষণাবেক্ষণ, চিহ্নিতকরণও বন্দোবস্ত প্রদান

সরকারী নির্দেশনা মোতাবেক আবেদনের প্রেক্ষিতে

৪। পরীত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে

৫। বাজার পেরিফেরি নির্ধারণ

সরকারী নির্দেশনা মোতাবেক

৬। জলমহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা

সরকারী নির্দেশনা মোতাবেক

৭। বালুমহাল ব্যবস্থাপনা

সরকারী নির্দেশনা মোতাবেক

৮। জরীপ সংক্রান্ত ভুল সংশোধন

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে

৯। সার্টিফিকেট মামলা পরিচালনা

সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে

১০। দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্ব করণ

আইন ও বিধি অনুসারে

১১। খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ

সরকারী নির্দেশনা মোতাবেক

১২। নদী সিকস্থি ও পয়স্থি জমির ব্যবস্থাপনা

আইন ও বিধি অনুসারে

১৩। আদর্শগ্রাম প্রকল্প/আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন

সরকারী নির্দেশনা মোতাবেক

১৪। পিও ৯৬ ও ৯৮ এর অধ্যাদেশের আলোকে এবং ভূমি সংস্কারক অধ্যাদেশ ১৯৮৪ এর বাস্তবায়ন

সরকারী নির্দেশনা মোতাবেক

সাধারন তথ্য

 

মৌজা কী ?
ক্যাডষ্টাল জরিপের সময় প্রতি থানা এলাকাকে অনোকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একক এর ক্রমিক নং দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরুপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
খাজনা কী ?
ভূমি ব্যবহারের জন্য প্রজার নিকট থেকে সরকার বার্ষিক ভিত্তিতে যে ভুমি কর আদায় করে তাকে ভুমির খাজনা বলা হয়।
ওয়াকফ কী ?
ইসলামি বিধান মোতাবেক মুসলিম ভূমি মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যানমুলক প্রতিষ্ঠানের ব্যায় ভার বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দান করাকে ওয়াকফ বলে।
মোতওয়াল্লী কী ?
ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান যিনি করেন তাকে মোতওয়াল্লী বলে।মোতওয়াল্লী ওয়াকফ প্রশাষকের অনুমতি ব্যতিত ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না।
ওয়রিশ কী ?
ওয়ারিশ অর্থ ধর্মীয় বিধানের আওতায় উত্তরাধিকারী। কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলে আইনের বিধান অনুযায়ী তার স্ত্রী, সন্তান বা নিকট আত্নীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ওয়ারিশ বলা হয়।
ফারায়েজ কী ?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
খাস জমি কী ?
ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।
কবুলিয়ত কী ?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহন করে খাজনা প্রদানের যে অংঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
দাগ নং কী ?
মৌজায় প্রত্যেক ভূমি মালিকের জমি আলাদাভাবে বা জমির শ্রেনী ভিত্তিক প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সিমানা খুটি বা আইল দিয়ে স্বরজমিনে আলাদাভাবে প্রদর্শন করা হয়। মৌজা নক্সায় প্রত্যেকটি ভূমি খন্ডকে ক্রমিক নম্বর দিয়ে জমি চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রদত্ত্ব নাম্বারকে দাগ নাম্বার বলে।